লেবাননের বালবেকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ২৮ অক্টোবর, সোমবার ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
২৯ অক্টোবর, মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরবাবিয়া।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে।
হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে। কারণ এখনো উদ্ধার তৎপরতা চলমান আছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে ২৮ অক্টোবর, সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে এ পর্যন্ত ২৭১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু। আহত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন।
তথ্যসূত্র:
1. At least 60 killed in Israeli strikes on Lebanon’s Bekaa Valley, three sources say
– https://tinyurl.com/347mnw4b