মামলায় বাদী হওয়ায় বিএনপি নেতাকে পেটালো জামিন পাওয়া আওয়ামী নেতাকর্মীরা

0
89

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, জহুরুল ইসলাম, বোরহান উদ্দিন, মঞ্জুরুল ইসলামসহ (কাঠ মঞ্জু) স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতা আব্দুল মান্নানের ওপর হামলার অভিযোগ উঠেছে। নাশকতার মামলার বাদী হওয়ায় তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

সোমবার (২৮অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল মান্নান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত সাহাবুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বোরহান উদ্দিন নয়ানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মঞ্জুরুল ইসলাম (কাঠ মঞ্জু) শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে মালঞ্চ বাজারে যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল মান্নানের ওপর হামলা করে আওয়ামী নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনার খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক আহত আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহতের পরিবারের অভিযোগ, গত মাসে উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে নাশকতার মামলা দায়ের করেন আব্দুল মান্নান। সেই মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারকৃতরা জামিনে বের হয়েই হামলা করেছে।


তথ্যসূত্র:
১. বিএনপি নেতাকে পেটালেন আ.লীগ নেতাকর্মীরা
– https://tinyurl.com/3vk9d98e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসমকামিতাসহ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ
পরবর্তী নিবন্ধকাবুল-জালালাবাদ মহাসড়কের ২য় লেন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া সরকার