চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৩১২ জন ভর্তি; একদিনে মৃত ০৬ জন

0
17

২৯ অক্টোবর, মঙ্গলবার ডেঙ্গুতে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৬ জনে।

অক্টোবরের ২৯ দিনেই মারা গেছেন ১২৩ জন। যা এবছরে সর্বোচ্চ মৃত্যু। চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৩১২ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪২০ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৯ হাজার ৪২০ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৮৬ জনের মধ্যে ৪৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৫ শতাংশ নারী।


তথ্যসূত্রঃ
১.ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৩১২ রোগী হাসপাতালে ভর্তি, আরও ৬ প্রাণহানি
-https://tinyurl.com/5n7ye6jn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৩০০ শহিদের পরিবারকে ১ লাখ টাকা করে দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের পৃথক অভিযানে ৪ ক্রুসেডার সহ অন্তত ২৪ শত্রু সেনা হতাহত