আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

0
41

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওয়ার্ড বিএনপির নেতা সুলতান আহমেদ (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় সোহরাব (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত সুলতান নাটুদহ ইউনিয়নের খলিশা গ্রামের মৃত. আফসার আলী ছেলে ও নাটুদা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড (গচিয়ার পাড়া) বিএনপির যুগ্ম সম্পাদক। গত ২৩ অক্টোবর রাত ৯ টার দিকে উপজেলার ফকিরপাড়া মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশা পাড়া-গচিয়ার পাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের ৫/৬ জন রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে এক নম্বর ওয়ার্ড (গচিয়ার পাড়া-খলিশা পাড়া) বিএনপির যুগ্ম সম্পাদক সুলতান গুরুতর আহত হয়।

তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলের রেফার করেন। বুধবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আওয়ামী জাহিলিয়্যাতের শাসনামলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতো। নিজ স্বার্থের জন্যই এভাবে দলীয় আদর্শকে বাদ দিয়ে একে অপরের সাথে সংঘাতে জড়াতো তারা। এখন বিএনপির অভ্যন্তরেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটছে, হতাহত হচ্ছে।


তথ্যসূত্র:
১. আধিপত্য বিস্তার : দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
– https://tinyurl.com/4uvf4fus

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে চলছে সন্ত্রাসবাদী ইউপিডিএফের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি