লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বর্বর হামলায় নিহত অন্তত ৩০

0
34

লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কর্মকর্তাদের মতে, পূর্ব লেবাননে ৩০ অক্টোবর, বুধবার ইসরায়েলের তিনটি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

৩১ অক্টোবর, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল আরাবিয়া।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক জেলার বেদনায়েলে একটি আবাসিক বাড়িতে বিমান হামলার পর প্রাথমিক মূল্যায়নে আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া পশ্চিম বেকা জেলার সোহমোর শহরে ইসরায়েলি বিমান হামলার ফলে ১১ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি পরে জানিয়েছে, বালবেকের বেইট সালিবি শহরে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে ২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Israel strikes kill 30 in Lebanon’s Baalbek as conflict with Hezbollah escalates
– https://tinyurl.com/y349bdn4
2. At least 30 killed in new Israeli attacks on eastern Lebanon
– https://tinyurl.com/2ecbmjhr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধসাভারে ৪৬ জনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা পুলিশ কর্মকর্তা গ্রেফতার