গাজা উপত্যকায় মানবিক সহায়তার চালান নিয়ে যাওয়া ফিলিস্তিনি নিরাপত্তা রক্ষীদের উপর বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধ-বিধ্বস্ত ছিটমহলের দক্ষিণ অংশে ত্রাণবাহী যানবাহনকে সুরক্ষিত করার জন্য নিযুক্ত বেসামরিক রক্ষীদের লক্ষ্য করে ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
গাজার স্থানীয় ফিলিস্তিনি মিডিয়ার শেয়ার করা একটি ভিডিওতে একটি মর্গে মৃতদেহের স্তুপ দেখা গেছে যেগুলিকে খান ইউনিসের পশ্চিমে ত্রাণবাহী নিরাপত্তা কর্মীদের মৃতদেহ বলে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। চলমান এই হামলায় অন্তত এক লাখ ৬ হাজার ২৫৭ জন ব্যক্তি আহত হয়েছেন।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
তথ্যসূত্র:
1. Israeli drone attack on Gaza aid convoy kills 12 as hunger crisis deepens
– https://aje.io/cdrv92