ইসলামবিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির লেখা বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বিক্রিতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। দিল্লি হাইকোর্টে গত নভেম্বরে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়ার পর সম্প্রতি দিল্লিতে বইটির বিক্রি শুরু হয়েছে।
ভারতে দীর্ঘ ৩৬ বছর ধরে নিষেধ থাকার পর ইসলামবিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ পুনঃবিক্রির ওপর নিষেধাজ্ঞা বাতিল করেছে দিল্লি হাইকোর্ট।
মুসলিম সংগঠনগুলো ভারত সরকারের কাছে আবেদন করেছে যেন এই বইটির বিক্রয় নিষিদ্ধ করা হয় এবং আগের মতো তা বাজার থেকে তুলে নেওয়া হয়। সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ৩৬ বছর পর ভারতীয় বইয়ের দোকানে ফিরে এসেছে, যেটি ১৯৮৮ সালে রাজীব গান্ধী সরকারের দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে, বইটি দিল্লি-এনসিআর এর বাহরিসন্স বুকসেলার্সে পাওয়া যাচ্ছে।
জমিয়ত উলেমা-ই-হিন্দ (এএম) এর আইনগত পরামর্শদাতা মৌলানা কাব রশিদি এই বইটির ভারতের বাজারে ফিরে আসায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “যদি মত প্রকাশের স্বাধীনতা কারো অনুভূতিতে আঘাত দেয়, তবে এটি একটি আইনি অপরাধ। ‘দ্য স্যাটানিক ভার্সেস’ একটি ব্লাসফেমাস বই। এমন একটি বিতর্কিত বই বিক্রি করা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে মেনে নেওয়া যায় না। এটি সংবিধানের মূল ভাবনার বিরুদ্ধে যায়।”
রশিদি আরও বলেন, “ভারতের সংবিধানের ভিত্তি মত প্রকাশের স্বাধীনতা প্রদান করলেও এটি কারও অনুভূতি আঘাত করার অধিকার দেয় না। ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর বিক্রয় পুনরায় শুরু করা উসকানির একটি প্রচেষ্টা। সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। যদি সরকার এটি অনুমোদন করে, তবে তা সংবিধানের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে।”
মৌলানা মুফতি শাহাবুদ্দিন রাযভি, অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি, এক বিবৃতিতে বলেন, “১৯৮৮ সালে রাজীব গান্ধীর সরকার তাৎক্ষণিকভাবে এই বইটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু এখন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর কিছু প্রকাশক বইটি পুনরায় মুদ্রণ করার পরিকল্পনা করছে।” তিনি বলেন, “এই বইটি ইসলাম, নবী মুহাম্মদ(সাঃ) এবং ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবমাননা করে এবং এর বিষয়বস্তু অত্যন্ত অশালীন, যা পুনরায় প্রকাশ করা যাবে না।”
১৯৮৮ সালের সেপ্টেম্বরে সালমান রুশদির বিতর্কিত স্যাটানিক ভার্সেস অর্থাৎ ‘শয়তানের পদাবলী’ বইটি বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল। তার এ লেখার প্রতিবাদে সমগ্র মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার ঝড় ওঠে। মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ব সাম্রাজ্যবাদী শয়তানি চক্রের অর্থ সহায়তা ও তাদের উস্কানিতে এ বইটি লেখা হয়েছিল।
তথ্যসূত্র:
1. Rushdie’s Satanic Verses returns to Indian bookshops after 36 years
– https://tinyurl.com/mwzfmjw6
2. Muslim organisations express outrage over renewed sale of Salman Rushdie’s ‘The Satanic Verses’ in India
– https://tinyurl.com/4s4f8d6z
Gazatul হিন্দ সন্নিকটে