ভিডিও || স্বনির্ভরতা অর্জনে আফগানিস্তানের কৌশলগত উদ্যোগসমূহ

0
137

স্বনির্ভরতা অর্জনে আফগানিস্তানের
কৌশলগত উদ্যোগসমূহ

রাম্বল থেকে ভিডিও দেখুন:

বিটকিউট থেকে ভিডিও দেখুন:

রাম্বল লিংক: https://rumble.com/v647o8m-369873526.html?e9s=src_v1_ucp

বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/Q9cEENbjcV0f

আর্কাইভ লিংক: https://archive.org/details/afghan-5-project

 

স্বনির্ভরতা অর্জনে আফগানিস্তানের কৌশলগত উদ্যোগসমূহ

বর্তমানে আফগানিস্তানে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ইমারতে ইসলামিয়া সরকার দেশের অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এ লক্ষ্যে চলতি বছর সৌর হিজরি ১৪০৩ (২০২৪) সালে দেশটির সরকার অসংখ্য অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বেশ কিছু প্রকল্প এখনও চলমান রয়েছে, তার মধ্যে বিশেষ কিছু প্রকল্পও রয়েছে, যা দেশটির অর্থনীতি পুনর্গঠন এবং সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। চলুন, দেখে নেওয়া যাক এই প্রকল্পগুলোর গুরুত্ব এবং তাদের সম্ভাব্য প্রভাব।

১. টিএপিআই (তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত) প্রকল্প:
টিএপিআই (তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত) প্রকল্পটি আফগানিস্তানের জন্য একটি মাইলফলক। এটির মাধ্যমে তুর্কমেনিস্তানের গ্যাসকে আফগানিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তান ও ভারতে নিয়ে যাওয়া হবে। প্রকল্পটি মোট ১,৮০০ কিলোমিটার দীর্ঘ, এবং এর মাধ্যমে বছরে দেশটির প্রায় ৪৫০ মিলিয়ন ডলার আয় হতে পারে। এ প্রকল্পটি গ্যাসের স্থায়ী সরবরাহ নিশ্চিত করবে এবং প্রায় ১২,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে। এটির মাধ্যমে আফগানিস্তান আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হবে এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনা বাড়বে।

২. টোটি গ্যাস উত্তোলন প্রকল্প:
টোটি গ্যাস প্রকল্প ইমারতে ইসলামিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। উজবেকিস্তানের একটি কোম্পানির সাথে অংশীদারিত্বে এই প্রকল্পটি আফগানিস্তানের জাওজান প্রদেশে গ্যাস সম্পদের উন্নয়নে কাজ শুরু করেছে। ২০২৪ সালের অক্টোবর মাসে স্বাক্ষরিত এই চুক্তিটি আগামী দশ বছর আফগানিস্তানের খনিজ সম্পদ উন্নয়নের লক্ষ্যে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই প্রকল্পটি দেশের শক্তির চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩. হেরাত-ঘোর সড়ক প্রকল্প:
৪৮০ কিলোমিটার দীর্ঘ হেরাত-ঘোর সড়কটি আফগানিস্তানের হেরাত প্রদেশ ও ঘোর প্রদেশকে সংযুক্ত করবে। এর মাধ্যমে দেশটির পশ্চিমের অন্যান্য প্রদেশের সাথেও যোগাযোগ বাড়াবে। এই সড়ক নির্মাণ প্রকল্পটি আফগানিস্তানের বাণিজ্য এবং ব্যবসায়িক কার্যক্রমকে উৎসাহিত করবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। বর্তমানে হেরাত প্রদেশের পশতুন জারঘুনে নির্মাণ কাজ চলছে, যা স্থানীয় জনগণের জন্য সুবিধা এবং স্থিতিশীলতা নিয়ে আসবে।

৪. পাশদন ড্যাম:
পাশদন ড্যাম ইমারতে ইসলামিয়ার আরও একটি উল্লেখযোগ্য উদ্যোগ, যা হেরাত প্রদেশে চলছে। এই প্রকল্পটি পানি ব্যবস্থাপনা, কৃষি, সেচ এবং বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হেরাত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ড্যামটির ধারণক্ষমতা প্রায় ৫৪ মিলিয়ন ঘনমিটার পানি। যেটির মাধ্যমে ১৩,০০০ হেক্টর জমিতে সেচ এবং ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পটির ৭৫% সম্পন্ন হয়েছে এবং এটি দ্রুত কার্যকর করার জন্য প্রচেষ্টা চলছে।

৫. কাবুল-গজনী সড়কের দ্বিতীয় লেন:
কাবুল-গজনী সড়কের দ্বিতীয় লেন নির্মাণের কার্যক্রম সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে। ১১১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি কেন্দ্রীয় প্রদেশগুলোর সাথে সংযোগ স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে নয়টি প্রধান সেতু এবং ৫৯৪টি কালভার্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের বাস্তবায়ন পরিবহন সুবিধা বৃদ্ধি করবে এবং নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটাবে। আশা করা হচ্ছে, এটি তিন বছরের মধ্যে সম্পন্ন হবে।

৬. পালতুনি ড্যাম:
আফগানিস্তানের পাকতিকা প্রদেশের পালতুনি ড্যাম কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং শক্তি উৎপাদনের জন্য একটি মূল প্রকল্প হিসেবে গণ্য করা হয়। এটি দেশটির সাবেক শাসক মুহাম্মদ জাহির শাহের সময়ে পরিকল্পনা করা হয়েছিল, তবে পূর্ববর্তী পুতুল সরকারের সময়ে কিছু প্রতিবন্ধকতার কারণে অগ্রগতি থেমে গিয়েছিল। ইমারতে ইসলামিয়া সরকার ফিরে আসার পর, এই প্রকল্পটি পুনরায় বিশেষভাবে মনোযোগ নিয়েছে। বাঁধটির মাধ্যমে প্রায় ২৫ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ, ২,৫০০ হেক্টর কৃষিজমি সেচ এবং প্রায় ৯৩৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজাইন করা হয়েছে। এই উদ্যোগটি কৃষি ও শক্তি খাতের উন্নয়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের এই প্রকল্পগুলোকে সফলভাবে বাস্তবায়ন করা হলে, আফগানিস্তান তার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Afghanistan’s Path to Economic Independence: Key Projects for Self-Sufficiency
– https://tinyurl.com/5dbpcfyd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে আকস্মিক চলল অশ্লীল ভিডিও, ক্ষুব্ধ হয়ে ডিসপ্লে ভাঙচুর!
পরবর্তী নিবন্ধঅক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় ৪০ দখলদার ইসরায়েলি সেনা নিহত