ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীতে নতুন যোগদান করল পাঞ্জশির প্রদেশের ১০৬ জন যুবক

0
116

সম্প্রতি ইমারতে ইসলামিয়ার আফগানিস্তানের সেনাবাহিনীতে পাঞ্জশির প্রদেশের ১০৬ জন যুবকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদেরকে সামরিক ও পেশাগত শিক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

পাঞ্জশির প্রদেশের গভর্নর হাফিজ মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ জানান, আমিরুল মুমিনীনের বিশেষ ফরমান মোতাবেক ৬০০ জন যুবককে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীতে এবং ৫০০ জনকে জাতীয় পুলিশ বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আর পাঞ্জশির প্রদেশ হতে উক্ত নিয়োগটির মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া এখন সম্পন্ন হল।

যুবকদের কর্মসংস্থানের সুযোগ হওয়ায় ইমারতে ইসলামিয়ার দায়িত্বশীল নেতা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রদেশটির স্থানীয় বাসিন্দাগণ। উল্লেখ্য যে, বিগত ২ বছরে খনিজ সম্পদ, রাষ্ট্রায়ত্ত ও অ-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনীতে ২০ হাজারের অধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে পাঞ্জশিরের প্রাদেশিক প্রশাসন। এছাড়া স্বল্পমেয়াদী নির্মাণ প্রকল্পে আরও হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচূড়ান্ত নির্মাণ শেষে উদ্বোধন হল কাবুলে অবস্থিত শাহ ওয়া আরুস বাঁধ
পরবর্তী নিবন্ধগাজায় একদিনে ৩৪ দফা বিমান হামলা দখলদার ইসরায়েলের, নিহত ৭১