বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আ. লীগ সমর্থকদের হামলা, আহত ১০

0
31

আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের সালথায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ৮৫ বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হামিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। তখন ওই হামলার প্রতিবাদ করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন মাতুব্বরের সমর্থকরা।

পরে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়। ওই সংঘর্ষে সাহিদের সমর্থকরা বেশি মারধরের শিকার হয়। এরপর থেকে সাহিদের সমর্থকরা হারুনের সমর্থকদের ওপর হামলা করার পরিকল্পনা করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা সাহিদের দুই শতাধিক সমর্থক দের্শীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা হারুনের সমর্থকদের বসতবাড়ি ঘিরে হামলা চালালে প্রথমে সংঘর্ষ বাধে। পরে হারুনের সমর্থকদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করা হয়।

এ সময় মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডিজু শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রুমান ও যুবদল নেতা সজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।


তথ্যসূত্র:
১. বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আ. লীগ সমর্থকদের হামলা, আহত ১০
– https://tinyurl.com/cmrfsbyz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, আটক ৫
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় একসপ্তাহে শাবাবের দুঃসাহসী ৩১ অভিযান