নেত্রকোনা পৌরশহরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিছিল করায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) একটি ঝটিকা মিছিল বের করে তারা।
গ্রেপ্তাররা হল নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার, সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সদস্য স্নিগ্ধ বণিক বিশাল, লোকমান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জয় সাহা ও সদস্য রাহুল রায়।
পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তাররা শুক্রবার সকালে শহরের ছোটবাজার এলাকার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে শহীদ মিনারের দিকে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তারা। পরে ভিডিও ফুটেজ দেখে দুপুরের দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তথ্যসূত্র:
১. নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করায় গ্রেপ্তার ৬
– https://tinyurl.com/3fctbccx