নতুন পাঠ্যবইয়ে আওয়ামী লীগকে ‘সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল’ হিসেবে উল্লেখ

0
41

২০২৫ সালে বছরের নয় দিন পার হলেও অল্পকিছু ছাড়া অধিকাংশ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের এক বক্তব্য থেকে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা কবে নাগাদ সব নতুন পাঠ্যবই হাতে পাবে, তা তিনিও জানেন না।

অন্তর্বর্তী সরকার গঠনের পর গত সেপ্টেম্বর থেকে নতুন পাঠ্যবই মুদ্রণের কাজ শুরু করে এ পর্যন্ত একের পর এক বিতর্কের মুখে পড়েছে এনসিটিবি। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি পাঠ্যবইয়ের পেছনে যাওয়া, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু তারিখ ভুল ও এনসিটিবির হ-য-ব-র-ল অবস্থাসহ বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছে এনসিটিবি।

নবম-দশম শ্রেণির নতুন পাঠ্যবই

তবে সব বিতর্ককে ছাপিয়ে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রতিষ্ঠানটি। চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নৃশংসতা ও বর্বরতা চালানো দল আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বড় দল হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে পাঠ্যবইয়ে। এনসিটিবি কর্তৃক মুদ্রিত মাদ্রাসা বোর্ডের ও মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির নতুন পাঠ্যবইয়ে পতিত আওয়ামী লীগকে সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রচারিত নবম-দশম শ্রেণীর ‘পৌরনীতি ও নাগরিকতা’ বই বিশ্লেষণ করে দেখা যায়, বইটির ৭৩ নং পৃষ্ঠায় ‘গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা’ শীর্ষক সপ্তম অধ্যায়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ টপিকের ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ সাব টপিকে বলা আছে, ‘আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল। ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৫ সালে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। বাঙ্গালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ আওয়ামী লীগের মূলনীতি।’

তবে আওয়ামী লীগকে নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের কোনো তথ্য না এনে উলটো বড় দল হিসেবে স্বীকৃতি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামি সহ রাজনৈতিক দল সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন ব্যক্তি। জাতীয় নাগরিক কমিটির একাধিক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কয়েক মাস আগে যে দলটি হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, হাজার হাজার ছাত্র জনতা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আহতরা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে জীবনের স্বপ্ন বিলীন করেছেন। গণ অভ্যুত্থানের এসব স্মৃতি মুছে না যেতেই স্বৈরাচারী দলটিকে নিয়ে পাঠ্যবইয়ে এ ধরনের তথ্য উপস্থাপন ভিন্ন কিছুর ইঙ্গিত বহন করে।


তথ্যসূত্র:
১. ‘দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ’— পাঠ্যবই থেকে শিখবে শিক্ষার্থীরা
– https://tinyurl.com/5ehf2u2c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস: ৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে বৈদ্যুতিক যন্ত্রস্থাপন; বিজিবির বাধার মুখে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ