আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়ায় সামরিক সরঞ্জাম বহনকারী একটি বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যসূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বাকুল রাজ্যের ওয়াজিদ জেলার বিমানবন্দরে অবতারণকালে একটি বিমান হামলার শিকার হয়েছে। বিমানটি পশ্চিমা সমর্থিত মোগাদিশু প্রশাসন কর্তৃক দেশের দক্ষিণ-পশ্চিম প্রশাসনের সামরিক বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে সামরিক সরঞ্জাম নিয়ে রাজধানী থেকে উড্ডীন করেছিল।
সামরিক সরঞ্জাম বোঝাই বিমানটি যখন ওয়াজিদ জেলার বিমানবন্দরে অবতারণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মহূর্তে বিমানটি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন আশ-শাবাব মুজাহিদিন। ফলে আশ-শাবাব যোদ্ধাদের গুলিতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং অবতরণ না করেই দ্রুত বিমানবন্দর এলাকা থেকে উড়ে যায়।
এসময় বিমানটির মোগাদিশু বিমানবন্দরে অবতরণের পরিকল্পনা করে, কিন্তু ক্ষতির পরিমাণ বাড়তে থাকায় তা সম্ভব হয়নি। ফলে বিধ্বস্ত হওয়া এড়াতে বিমানটি দ্রুত বাকুল রাজ্যের কাছাকাছি বাইদোয়া বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য যে, সোমালি ভূখণ্ড জুড়ে বিদেশী হানাদার এবং পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ঔপনিবেশিক বাহিনীকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে আশ-শাবাব মুজাহিদিন। ফলে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া চলমান স্বাধীনতা যুদ্ধ তীব্র গতিতে অব্যাহত রয়েছে।