দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, নিহত ১০

0
36

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ১০ জানুয়ারি, শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১০জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা বলেছেন, পালিসেডস এবং ইটনের আগুন প্রায় ৫ হাজার বা তার বেশি অবকাঠামো ধ্বংস করেছে বলে মনে হচ্ছে, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক পাঁচটি দাবানলের মধ্যে একটি।

লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট হিলস পাড়ায় একটি নতুন আগুন ভয়ঙ্করভাবে বেড়েছে, কয়েক ঘন্টার মধ্যে এটি প্রায় ১ হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ১০ জন মারা গেছে, ধ্বংস হয়ে গেছে হাজার হাজার স্থাপনা।

নতুন দাবানল ক্যালাবাসাসের উত্তরে পশ্চিম পাহাড়ে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এখনও এই অঞ্চলে জ্বলছে এমন দুটি বৃহত্তম আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।

লস অ্যাঞ্জেলেসের পালিসেডস এ আগুনের উপর দিয়ে উড়ে যাওয়া একটি অগ্নিনির্বাপক বিমান বৃহস্পতিবার একটি ড্রোনের সাথে ধাক্কা খেয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, উড়ন্ত ড্রোনগুলি অগ্নিনির্বাপণের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং জীবনকে বিপন্ন করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। ফেরত আনা হয়েছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদের। ক্যাল ফায়ারের মুখপাত্র ক্রিস থমাস বলেছেন, সংঘর্ষের ফলে বিমানের একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানটি বর্তমানে কমিশনের বাইরে রয়েছে।

ইতোমধ্যে কেনেথ এবং হার্স্ট দাবানলের জন্য বাধ্যতামূলক উচ্ছেদের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের দমকলপ্রধান অ্যান্টনি ম্যারন জানিয়েছে, প্যালিসেডের বিত্তশালী অঞ্চলে অন্তত এক হাজার বাড়ি ইতিমধ্যেই আগুনে জ্বলে গেছে। সব মিলিয়ে পাঁচ হাজার একরেরও বেশি এলাকা এখন আগুনের কবলে।

বস্তুত, লস অ্যাঞ্জেলেসের অন্তত চারটি অঞ্চলে আলাদা আলাদা করে আগুন লেগেছে। প্রতিটি আগুনই নিয়ন্ত্রণের বাইরে। আগুন ক্রমশ ছড়াচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো দমকলকর্মী লস অ্যঞ্জেলেসে নেই।


তথ্যসূত্র:
1. Los Angeles wildfires: At least 10 dead and whole neighborhoods destroyed as distraught residents flee
– https://tinyurl.com/42adpj9b
2. Death toll rises to 10 as wildfires continue to ravage Los Angeles
– https://tinyurl.com/bd3wfba8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটিটিপির হাতে পাকিস্তানের ১৮ পরমাণু কর্মকর্তা আটক
পরবর্তী নিবন্ধভিডিও || ‘হাফিজ থেকে বাশার’ আসাদ পরিবারের ৬১ বছরের শাসন; নির্মম গণহত্যার সাক্ষী সিরিয়াবাসী