সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

0
17

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত আরও ২১ ফিলিস্তিনি। এছাড়াও ইয়েমেন, লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী একাধিক ভয়ংকর বিমান হামলা চালিয়েছে। এই হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং অসংখ্য আহত হয়েছেন। একইসঙ্গে, গাজার হাসপাতালগুলোতে জ্বালানি সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের সৃষ্টি করছে। ১১ জানুয়ারি, শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, ১০ জানুয়ারি, শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গাজা শহরের জেইতুন পাড়ায় ক্যান্ডেল মসজিদের কাছে আবু আল-আউফ ভবনে বোমা হামলা চালিয়ে অনেক ফিলিস্তিনিকে হত্যা ও আহত করেছে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার পর উদ্ধার তৎপরতা চলছে।

জাবালিয়ার আল-আওদা হাসপাতালেও তীব্র গুলিবর্ষণ এবং কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে, যেখানে তিন মাস ধরে অবরোধ চলছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো জেইতুনে তাফেশ পরিবারের একটি আবাসিক ভবনেও বোমা হামলা চালায়, যাতে কমপক্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজা শহরের পূর্বে ওমারি মসজিদের কাছে একটি বাড়িতে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।গাজা শহরের পশ্চিমে রেমাল পাড়ায় আল-কানজ মসজিদের কাছে একটি আবাসিক ভবনে হামলায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী গাজা শহরের পশ্চিম উপকণ্ঠেও হামলা ও অভিযান চালিয়েছে।

গাজায় চিকিৎসা ব্যবস্থার অবস্থা আরও সংকটপূর্ণ। ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’বা এমএসএফ জানিয়েছে, বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গাজায় সন্ত্রাসী ইসরায়েলি অভিযানে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪৬,০০৬ জন নিহত এবং ১,০৯,৩৭৮ জন আহত হয়েছেন।চলমান এই হামলায় আরও লক্ষাধিক লোক আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. LIVE: Israeli air strikes hit Yemen, Lebanon as more than 20 killed in Gaza
– https://tinyurl.com/yc3cpm5r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা পোড়াতে চেয়েছিল যারা, রবের হুকুমে পুড়ছে তারাই!
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুড়ল ভারতের বিএসএফ; আহত ০২ যুবক