শাবাবের অভিযানে এলাকা ছেড়ে পালিয়েছে মোগাদিশু বাহিনী

0
39

সোমালিয়ার জালাজদুদ রাজ্যে আশ শাবাব মুজাহিদিনের অভিযানের পর এলাকা ছেড়ে পালিয়েছে মোগাদিশু বাহিনী। এদিন মুজাহিদদের ২টি অভিযানে ১৭ শত্রু সেনা হতাহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার, সোমালিয়ার কেন্দ্রীয় জালাজদুদ রাজ্যের আইলদির শহরের উপকণ্ঠে একটি বড় ধরণের সামরিক অপারেশন পরিচালনা করছেন।
আইলদির শহরের উপকণ্ঠে উনিনলে এলাকায় অবস্থানরত মোগাদিশু বাহিনীর উপর আশ-শাবাব মুজাহিদিনরা উক্ত অভিযানটি পরিচালনা করেন। এতে মোগাদিশু সরকারি বাহিনীর অন্তত ১০ সদস্য হতাহত হয়, অন্য সেনা সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে এলাকাটি ছেড়ে পালিয়ে যায়। মোগাদিশু বাহিনীর এই পলায়নের পর আশ-শাবাব মুজাহিদিনরা পুরো এলাকার নিয়ন্ত্রণ নেন।

এদিন সোমালিয়ার মধ্যাঞ্চলীয় হিরান রাজ্যের বুলোবার্দি শহরের উপকণ্ঠেও একটি সফল অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। ফলে উক্ত এলাকায় আশ-শাবাব মুজাহিদিন এবং মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। কিন্তু মোগাদিশু বাহিনী মুজাহিদদের তীব্র হামলার সামনে টিকতে না পেরে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়। তবে ততক্ষণে মুজাহিদদের হামলায় শত্রু বাহিনীর ৫ সেনা নিহত এবং আরও ২ সেনা আহত হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/y3rynaf7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুড়ল ভারতের বিএসএফ; আহত ০২ যুবক
পরবর্তী নিবন্ধঅটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় আটক বিএনপি নেতা