অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় আটক বিএনপি নেতা

0
15

নাটোরের সিংড়ায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অপর ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিল তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় এক মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ রাখে ইউনুস আলী। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপি নেতা জিয়ারুল পুনরায় চাঁদা দিয়ে ব্যবসা শুরু করতে বলে। এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। পরে রাতেই শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে আটক দুজনের নামে সিংড়া থানায় মামলা করে।


তথ্যসূত্র:
১. সিংড়ায় চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতাসহ দুইজন আটক
– https://tinyurl.com/3am9j55b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাবের অভিযানে এলাকা ছেড়ে পালিয়েছে মোগাদিশু বাহিনী
পরবর্তী নিবন্ধথানা ঘেরাও করে আটক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেল বিএনপির নেতা-কর্মীরা