থানা ঘেরাও করে আটক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেল বিএনপির নেতা-কর্মীরা

0
16

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তারের পর থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শ্রীনগর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একটি মামলার এজহার নামীয় আসামি হিসেবে মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। সাড়ে ৯টার দিকে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতারা থানায় এসে আসামী মো. তরিকুল ইসলামকে ছেড়ে দেয়ার জন্য শ্রীনগর থানা পুলিশের ওপর চাপ সৃষ্টি করে। আসামি ছেড়ে দিতে রাজি না হওয়ায় থানা ঘেরাও করে মিছিল করে যুবদল ও ছাত্রদলের প্রায় দেড়শ’ কর্মী।

এক পর্যায়ে রাত ১০টার দিকে যুবদল নেতা তরিকুল ইসলামকে থানার ভেতর থেকে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়।


তথ্যসূত্র:
১. মুন্সীগঞ্জে থানা ঘেরাও করে যুবদল নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপির নেতা-কর্মীরা
– https://tinyurl.com/3y2hscjp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় আটক বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধসরকারি পিপিআর টিকা বিতরণে দুর্নীতি; ভুয়া হিসাব দেখিয়ে আত্মসাৎ কয়েক লাখ টাকা