ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বলখ প্রদেশে ৫০ মিলিয়ন ডলার মূল্যের একটি নতুন তেল শোধনাগার উদ্বোধন করা হয়েছে। আফগান ইয়াসিনি কোম্পানি কর্তৃক নির্মিত এই প্রকল্পটি ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক পুনর্গঠন এবং স্থানীয় শিল্পের বিকাশে আরও উৎসাহ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
গত ১০ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বখতার নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, আফগান ইয়াসিনি কোম্পানি উদ্বোধনের অংশ হিসেবে এলাকাটিতে ১৫ মিলিয়ন ডলার মূল্যে একটি তেল পরিশোধন প্ল্যান্ট স্থাপন করেছে। এই প্ল্যান্ট থেকে দৈনিক ৬০০ টন তেল পরিশোধন করা যাবে এবং মাসে প্রায় ১৮,০০০ টন তেল প্রক্রিয়াকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তেল পরিশোধন প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে বলখ প্রদেশের গভর্নর মুহাম্মদ ইউসুফ ওয়াফা হাফিযাহুল্লাহ বলেছেন, ‘আফগানিস্তান একটি নতুন যুগে প্রবেশ করেছে। অত্যাচার ও দুর্নীতির যুগ শেষ, এখন একজন আমির, একটি ফরমান এবং ঐক্যবদ্ধ ব্যবস্থা সমগ্র দেশকে শাসন করছে।’ এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদেশে অবস্থানরত অন্যান্য শিল্পপতিদের ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ফিরে আসার এবং আগামীতে তাদেরকেও দেশটিতে বিনিয়োগ করার আহ্বান জানান।
তেল পরিশোধন প্ল্যান্টের প্রধান সোহরাব সামাদি জানান, প্রাথমিক এই প্রকল্পে ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত দেড় হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং স্থানীয় জনগণের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে।
বলখ প্রদেশের শিল্প ও বাণিজ্য প্রধান ক্বারি আমির মুহাম্মদ মুত্তাকি তেল পরিশোধন প্ল্যান্টের উদ্বোধনকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি শুধু বলখের জন্য নয়, বরং পুরো আফগানিস্তানের জন্য একটি বড় সুযোগ, যা রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে।’
তথ্যসূত্র:
1. New $50 Million Petroleum Refinery Opens in Balkh
– https://tinyurl.com/2p9t9eax