‘গরু চুরি করে’ ভূরিভোজনের আয়োজন বিএনপি নেতা ও তার স্ত্রীর!

0
20

জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে এক কৃষকের গরু চুরি করে কর্মী-সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ৬নং আদারিভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজনের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি।

এদিকে, শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এফাজ উদ্দিনসহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে শনিবার ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পায়। পরে সেখানে গিয়ে মালিক এফাজ উদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করে। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ কসাইকে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ উদ্দিন।


তথসূত্র:
১. ‘গরু চুরি করে’ ভূরিভোজনের আয়োজন বিএনপি নেতা ও তার স্ত্রীর!
– https://tinyurl.com/4rp27tts

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইসরায়েল গাজায় গত এক বছরে ধ্বংস করেছে ৮১৫টি মসজিদ
পরবর্তী নিবন্ধপাকিস্তান সরকারের সহায়তায় আফগানিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস: ইমারতে ইসলামিয়া