আফগানিস্তানে আইএস খাওয়ারিজদের সন্ত্রাসী কার্যক্রম পুরোপুরি নিশ্চিহ্ন করতে জোর তৎপরতা চালাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই প্রচেষ্টায় কিছু সফলতা অর্জিত হলেও, সন্ত্রাসী গোষ্ঠীটি এখনও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে। আইএসের মূল লক্ষ্য হলো আফগানিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং তাদের শক্তি বিস্তার করা।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান জানিয়েছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে, আইএস পাকিস্তানের বেলুচিস্তানসহ অন্যান্য অঞ্চলে সক্রিয়ভাবে কাজ করছে এবং আফগান ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।
গত ১১ জানুয়ারি, ইমারতে ইসলামিয়ার উপ-মুখপাত্র মোল্লা আহমদুল্লাহ ফিতরত হাফিযাহুল্লাহ এক অডিও বার্তায় বলেন, ‘আইএসআইএস খারেজি গোষ্ঠী পাকিস্তান সরকারের অনুমোদনে এবং তাদের ছত্রছায়ায় আফগানিস্তানে কার্যক্রম চালাচ্ছে—এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আফগানিস্তানে কোনো সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি, তবে আইএস খাওয়ারিজ পাকিস্তানের তত্ত্বাবধানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।’
এ মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে এসেছে। খাজা আসিফ দাবি করেছিলেন, তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)সহ কিছু গোষ্ঠী আফগানিস্তানের মাটি থেকে কার্যক্রম পরিচালনা করছে। তবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এই অভিযোগ বারবার ভুল দাবী বলে প্রত্যাখান করেছে।
তথ্যসূত্র:
1. Pakistan allows ISIS to operate within its borders
– https://tinyurl.com/46hnz283