ইউএনওকে শুভেচ্ছা না জানানোয় খতিব ও মুয়াজ্জিনের বেতন আটকা

0
36

নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শুভেচ্ছা না জানানোয় চরফ্যাশন উপজেলা মডেল মসজিদের খতিব ও মুয়াজ্জিনের বেতন আটকে গেছে। শাস্তিস্বরুপ এক সপ্তাহ নিয়ম করে প্রতিদিন দেখা করার পরে বেতন হবে বলে জানিয়ে দিয়েছে ইউএনও রাসনা শারমিন মিথি।

মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে নির্বাহী কর্মকর্তার কক্ষে এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন মডেল মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন ও মুয়াজ্জিন হাফেজ আবুল কালাম।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন গণমাধ্যমকে জানিয়েছে, ইউএনও খতিব ও মুয়াজ্জিনকে উদ্দেশ্যে বলেছে, “দুই মাস হলো এসেছি, কেন দেখা করেননি। বাবা-মা চিনেন না, খালা খালু চিনলে হবে?”

জবাবে খতিব বলেন, আমরা এসেছি কিন্তু অন্য মানুষের ভিড় থাকায় ঢুকতে পারিনি। এতে আরও উত্তেজিত হয়ে ইউএনও বলেছ, ‘দাঁড়িয়ে থাকলেন না কেন, ৪-৫ ঘন্টা দাঁড়িয়ে থাকবেন তবুও দেখা না করে যাবেন না। আগামী এক সপ্তাহ নিয়ম করে দেখা করবেন তাহলে বেতন পাবেন।’

প্রতক্ষদর্শী হুমায়ুন আরও জানায়, হুজুরদের বসতেও দেওয়া হয়নি, তারা খুবই লজ্জা পেয়েছেন। এ ধরণের ঘটনায় আমরা উপস্থিত সবাই বিব্রত হয়েছি। একপর্যায়ে স্থানীয় যুবদল নেতা জাহিদুল ইসলাম রাসেল হুজুরদের বেতন ছাড় করার অনুরোধ করেন। কিন্তু কারও কথাই রাখেননি ইউএনও।


তথ্যসূত্র:
১. ইউএনওকে শুভেচ্ছা না জানানোয় খতিব ও মুয়াজ্জিনের বেতন আটকা
– https://tinyurl.com/5t57a2jk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান সরকারের সহায়তায় আফগানিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস: ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধআইএমএফ এর শর্ত মানতে নতুন করে ভ্যাট বাড়ালো সরকার; বিপাকে সাধারণ মানুষ