বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পতিত আওয়ামী সরকারের সুবিধাভোগী ও আস্থাভাজনদের সদস্য নিয়োগের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলছে। বিশেষ করে তিনজনের নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন মহলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত ছয় সদস্যের শপথ স্থগিত হয়ে গেছে।
এদিকে পিএসসির বিতর্কিত তিন সদস্যের নিয়োগ অবিলম্বে বাতিলে রবিবার (১২ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেবে ছাত্র-জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এ বিষয়ে বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে আলোচনাসহ নানা তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।
সূত্র মতে, গত ২ জানুয়ারি পিএসসিতে নতুন ছয় সদস্য নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
নতুন এই সদস্যরা হল- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান। এ নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়ায় ১৫। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন চেয়ারম্যানসহ ৯ সদস্য নিয়োগ পায়।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজনকে নিয়ে বিতর্ক ও অভিযোগ উঠেছে। তারা হল- ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএফ জগলুল আহমেদ ও ড. মো. মিজানুর রহমান।
ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএফ জগলুল আহমেদ পতিত সরকারের খুবই আস্থাভাজন ও আজ্ঞাবহ ছিল। তাকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়ার খবরে তিনি বিস্ময় প্রকাশ করেন।
নিয়োগপ্রাপ্ত অপর সদস্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) অধ্যাপক ডা. শাহীনা সোবহানের বাবা জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি)। অভিযোগ রয়েছে, ডা. শাহীনা পতিত আওয়ামী লীগ সরকারের নানা সুবিধা ভোগ করেছে।
আরেক সদস্য বিসিএস ৮৫তম ব্যাচের কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান আওয়ামী লীগের সময়ে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছে।
তার বিষয়ে জানতে চাইলে বিয়াম স্কুলের একজন জ্যেষ্ঠ শিক্ষক আমার দেশকে বলেন, ড. মিজানুর রহমান আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন ও সুবিধাভোগী ছিল। তাকে বর্তমান সরকার কীভাবে পিএসসির সদস্য করেছে তা অবাক লাগছে।
তথ্যসূত্র:
১. পিএসসিতে বিতর্কিত সদস্যদের নিয়োগ নিয়ে তোলপাড়
– https://tinyurl.com/3z2dpkrj