চীনে ইসলাম ধর্মীয় শিক্ষা দেওয়ায় মুসলিম নারীর জেল

0
22

প্রতিবেশী ও সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়ায় চীনে ৪৯ বছর বয়সী এক উইঘুর নারীকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেইলিহান রোজি নামের ওই নারীকে ১৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। জিনজিয়াং প্রদেশের কারাগারে থাকতে হবে তাকে। এ ছাড়া তার সন্তানদেরও কারাদণ্ড দেওয়া হয়েছে।

মুসলিম ওই নারী তার সন্তানকে ধর্মীয় গ্রন্থের আয়াত শেখান বলে অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই ধরনের কর্মকান্ড অবৈধ, এ কারণে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা জিনজিয়াং প্রদেশের কাশগারের কোনাশেহের কাউন্টির বাসিন্দা। ওই এলাকায় কর্তৃপক্ষ ধর্মীয় বিশ্বাস চর্চা করার পথে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এজন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করা হয় বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়।

জিনজিয়াং প্রদেশের কাশগারের কোনাশেহের কাউন্টির সেইবাগ গ্রামের বাসিন্দা সেইলিহান রোজি। তার বিরুদ্ধে করা মামলার সঙ্গে জড়িত একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা বলছেন, ধর্মীয় শিক্ষার ওপর চীনের কঠোর বিধানের অধীনে এই ধরনের কার্যকলাপকে বেআইনি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই তিনি এই শাস্তি পেয়েছেন।

এ সংক্রান্ত মামলায় রোজির সন্তানদের একজনকে ১০ বছর ও আরেকজনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ইয়াকুপ হিদায়েত নামের তাদের এক প্রতিবেশীকেও সাজা দেওয়া হয়েছে। তিনি ৯ বছরের কারাদণ্ড পেয়েছেন। রোজি ধর্মীয় শিক্ষা দেওয়ার সময় তিনি (ইয়াকুপ হিদায়েত) তাতে অংশ নেওয়ায় এই শাস্তি।

এ ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এই ধরনের নীতিগুলো চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রকৃত প্রচেষ্টার পরিবর্তে উইঘুর জনগোষ্ঠীর মৌলিক ধর্মীয় অধিকারের ওপর আক্রমণের প্রতিনিধিত্ব করে। এ ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে ।


তথ্যসূত্র:
1. Uyghur woman sentenced to 17 years for teaching Islam to her kids and a neighbor
– https://tinyurl.com/nwydcxts

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপিএসসিতে আওয়ামী দোসরদের নিয়োগ; ক্ষুব্ধ ছাত্র-জনতা
পরবর্তী নিবন্ধরাবির পাঁচ হল থেকে পোড়ানো অবস্থায় কুরআন উদ্ধার; দেয়ালে আঁকা বিজেপির লোগো