জাতীয় ক্যান্সার হাসপাতালে ৬ রেডিওথেরাপি মেশিনের সবগুলোই বিকল

0
15

সারাদেশের ক্যান্সার আক্রান্ত গরিব ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ)। হাসপাতালে দীর্ঘদিন ধরেই নষ্ট ছিল চারটি রেডিওথেরাপি মেশিন। সচল থাকা বাকি দুটিও গত মাস থেকে বন্ধ। এখন সবগুলো থেরাপি মেশিন অচল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

গত ২২ দিন ধরে রেডিওথেরাপির ছয়টি মেশিনই বিকল। এতে প্রতিদিন প্রায় ২০০ জনের বেশি ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে।

সাধারণত রেডিওথেরাপির সিরিয়াল পেতেই দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এখন এই দীর্ঘ অপেক্ষার পর যারা সিরিয়াল পেয়েছেন, তাদেরও ফিরে যেতে হচ্ছে।

ক্যান্সার আক্রান্ত মরইয়মের সঙ্গে রেডিওথেরাপি রুমের সামনে বসে থাকতে দেখা যায় নাতি সাঈদকে। সাঈদ গণমাধ্যমকে বলেন, আমার নানু গত এক বছর ধরে ক্যানসারে ভুগছে। আমরা গরিব। এখানে ছাড়া চিকিৎসা নেওয়া সম্ভব না। অন্য হাসপাতালে অনেক টাকা লাগে। অনেক কষ্টে সিরিয়াল পেয়েছি। এখন শুনি মেশিন নষ্ট।

মৌলভীবাজার থেকে এসেছেন স্তন ক্যান্সারের রোগী রাবেয়া বেগম। ৫৩ বছর বয়সী এই রোগী বলেন, এর আগে এ হাসপাতালে চারটি রেডিওথেরাপি নিয়েছি। নির্ধারিত তারিখে পঞ্চমবারের মতো এসেছি। কিন্তু মেশিন নষ্ট। এখানে এসেছি টাকা ধার করে।

ক্যান্সার নিয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক সংস্থার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৮ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও প্রতিবছর আরও প্রায় দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।


তথ্যসূত্র:
১. জাতীয় ক্যানসার হাসপাতালে ৬ থেরাপি মেশিনের সবগুলোই বিকল
– https://tinyurl.com/2n3p9ny9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাবির পাঁচ হল থেকে পোড়ানো অবস্থায় কুরআন উদ্ধার; দেয়ালে আঁকা বিজেপির লোগো
পরবর্তী নিবন্ধনিয়মিত অধিবেশনে ১৭টি প্রকল্প অনুমোদন করল ইমারতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন