নিয়মিত অধিবেশনে ১৭টি প্রকল্প অনুমোদন করল ইমারতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন

0
5

বিগত ১১ জানুয়ারি কাবুলের মারমারিন প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে ইমারতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশনের নিয়মিত অধিবেশন। এই কমিশনের সভাপতিত্ব করে থাকেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। এবারের অধিবেশনে মোট ৩২টি প্রকল্প আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৭টি প্রকল্প চুক্তি অনুমোদন করা হয়েছে, যার মূল্য প্রায় ৩ বিলিয়ন আফগানি। এছাড়া আরও ৯টি প্রকল্প সংশোধন করা হয়েছে। ক্রয় প্রক্রিয়ায় ত্রুটি থাকায় ২টি প্রকল্প বাতিল করেছে উক্ত কমিশন।

অনুমোদিত ও সংশোধিত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে কাবুলে আরগন্দি পরিবহন টার্মিনাল নির্মাণ, হেরাত প্রদেশের গুজারা জেলায় মালবাহী যানবাহনের জন্য পার্কিং অঞ্চল প্রতিষ্ঠা, আকিনা-আন্দোখই ও তুরগন্দি রেলওয়ে সংস্কার, কান্দাহার, হেলমান্দ এবং ফারাহ প্রদেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ, কাবুল শহরের বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক সংস্কার, বিভিন্ন প্রদেশ জুড়ে বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ সম্পন্ন করা ইত্যাদি।

উল্লেখ্য যে, ক্রয় বিধিমালার অনুসরণ পুরোপুরি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কমিটির প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে উক্ত কমিশন।


তথ্যসূত্র:
1. NPC Approves Projects Worth Around 3 Billion AFN
– https://tinyurl.com/2ujsrkha

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্যান্সার হাসপাতালে ৬ রেডিওথেরাপি মেশিনের সবগুলোই বিকল
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; নিহত ০১