অবিস্ফোরিত গোলা দিয়ে বিস্ফোরক বানাচ্ছে ফিলিস্তিনিরা, ৭ দখলদার সেনা নিহত

0
25

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় হামলা শুরু করে। হামলা শুরুর পর থেকে ইসরায়েলের ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে-ছিটিয়ে আছে। ফিলিস্তিনিরা এসব অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করেছে বলে আশঙ্কা ইসরায়েলের।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ২৪ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

১২ জানুয়ারি, রবিবার এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে।

এ ছাড়া গত ৮ জানুয়ারি, বুধবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দেয়, উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাংকের নিচে আইইডি বিস্ফোরণে তিন সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধু বিমানবাহিনীই প্রায় ৩০ হাজার বোমা ফেলেছে উপত্যকাটিতে। গাজায় ইসরায়েলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে, যার মধ্যে কিছু বোমার ওজন এক টনেরও বেশি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধের জন্য ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় ৪০ শতাংশ বোমা ‘ডাম্ব বোমা’ ছিল বলেও উল্লেখ করা হয় এতে।

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস) ২০২৪ সালের এপ্রিলে জানায়, গাজাজুড়ে আনুমানিক সাত হাজার ৫০০ টন অবিস্ফোরিত বোমা বা অস্ত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা পরিষ্কার করতে ১৪ বছর পর্যন্ত লাগতে পারে।


তথ্যসূত্র:
1. Thousands of unexploded Israeli munitions remain in Gaza: Media
– https://tinyurl.com/2zc5m587
2. Thousands of unexploded Israeli munitions remain in Gaza: Media
– https://tinyurl.com/5ba77e6v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজীবন হারাতে প্রস্তুত, তবুও চীনে যেতে চান না থাইল্যান্ডে আটক উইঘুররা
পরবর্তী নিবন্ধকেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামরিক কনভয়ে আল-কায়েদার সফল অভিযান: বহু সেনা হতাহত