বাকৃবিতে পুনরায় চালু হয়েছে গেস্টরুমের নামে নবীন শিক্ষার্থীদের নির্যাতন

0
17

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হলে গেস্টরুমের নামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। একসময় নিষিদ্ধ হওয়া এ সংস্কৃতি আবার চালু হওয়ায় নবীন শিক্ষার্থীরা আতঙ্কিত।

রবিবার (১২ জানুয়ারি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভুক্তভোগী শিক্ষার্থীরা বাকৃবি সাংবাদিক সমিতিতে অভিযোগ জানান। তারা জানান, শনিবার রাতে রিডিং রুমে তাদের ডেকে মোবাইল ফোন জমা দিতে বাধ্য করা হয়। পরে, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উদ্ভট কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দেয়।

নিয়মগুলোর মধ্যে ছিল সাইকেল চালানো যাবে না, সিনিয়রদের দিনে যতবার দেখা হবে ততবার সালাম দিতে হবে, হলে লুঙ্গি পরা যাবে না এবং ক্যান্টিনে যাওয়া যাবে না।

এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, সামান্য অঙ্গভঙ্গির ভুল দেখিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং অদ্ভুত শাস্তি দেওয়া হয়। শাস্তির মধ্যে ছিল গাছে ঝুলে থাকার অভিনয়, বিভিন্ন ধরনের হাসি ও সালাম দেওয়া এবং নাচ করা।

এসবের এক পর্যায়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফজলুল হক হলের শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছে, কমনরুমে দরজা-জানালা বন্ধ রেখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। শ্বাসকষ্টে ভোগা এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় কাঁধে করে নিয়ে যেতে দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হলেও একই ধরনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

নবীন শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
১. বাকৃবিতে নতুন করে শুরু হয়েছে ‘গেস্টরুম’ নামক নির্যাতন
– https://tinyurl.com/mrx99jwk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামরিক কনভয়ে আল-কায়েদার সফল অভিযান: বহু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমালির নিওরো শহরের ৩টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আল-কায়েদা