ঢাকা কলেজে খসে পড়ছে হলের পলেস্তারা, হেলমেট মাথায় ঘুমাচ্ছে শিক্ষার্থী

0
44

ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের হলের ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তারা। এতে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় হলের ২০৮ নং কক্ষে পলেস্তারার কয়েকটি বড় খণ্ড বিছানার ওপর খসে পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, হল সংস্কারের বিষয়ে দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। হল সংস্কারের জন্য প্রভোস্টের কাছে দাবি জানানো হলেও এই মুহূর্তে হল সংস্কার করা যাবে না বলে জানিয়েছে তারা।

দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া হলের ২০৮ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী সাজিদ গণমাধ্যমকে বলেছে, আমি টেবিলে পড়তে ছিলাম। হঠাৎ করে ওপর থেকে ৩-৪ কেজি ওজনের ছাদ ভেঙে আমার খাটে পড়ে। যদি রাত ১টার দিকে এটা ঘটতো তাহলে হয়ত এতক্ষণ আমার ঢাকা মেডিকেলে থাকা লাগত। এরকম অনেক সমস্যা আমাদের ফরহাদ হোসেন হলে প্রতিনিয়ত হচ্ছে। সামনে আরও বড় সমস্যা যে হবে না এর কোন নিশ্চয়তা নেই। আমরা আশা করি খুব তাড়াতাড়ি হল সংস্কারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


তথ্যসূত্র:
১. খসে পড়ছে হলের পলেস্তারা, হেলমেট মাথায় ঘুমাচ্ছেন শিক্ষার্থী
– https://tinyurl.com/bddbbkuw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’