আফগানিস্তানের আব্দুল্লাহ বিন মাসঊদ যৌথ সামরিক প্রশিক্ষণ কমান্ড বেসিক ট্রেনিং স্কুলে ১ হাজার জন সৈন্যের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে চলেছে। এই ট্রেনিং স্কুলটি ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত শিক্ষা ও কর্মী বিষয়ক উপবিভাগের অধীনে রয়েছে। তালিবান সেনাবাহিনীতে সৈন্যদের পেশাদারিত্ব বাড়ানোর উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। প্রশিক্ষণটির মেয়াদ ৩ মাস।
প্রশিক্ষণার্থীদের এই টিমে পাঞ্জশির, বাঘলান ও তাখার প্রদেশ থেকে ৪৫০ জন যুবক যুক্ত হয়েছেন। আমিরুল মু’মিনীনের জারি করা বিশেষ নির্দেশনা অনুযায়ী তাদেরকে জাতীয় সেনাবাহিনীর পদে তালিকাভুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Military Training for 1,000 Soldiers Kicks off
– https://tinyurl.com/mrz3hydd