ভারতে ৬৪ জনের ধর্ষণের শিকার দলিত তরুণী

0
43

ভারতের দক্ষিণে কেরালা রাজ্যের এক ১৮ বছর বয়সী নারী অভিযোগ করেছে তাকে ১৩ বছর বয়স থেকে ৬৪ জন পুরুষ যৌন নির্যাতন করেছে। ১৪ জানুয়ারি এই বিষয়ে একটি খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তারা এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১৭ থেকে ৪৭ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ওই নারীর প্রতিবেশী, ক্রীড়া প্রশিক্ষক ও তার বাবার বন্ধুরাও রয়েছে। সরকারি একটি প্রকল্পের অধীনে কাজ করা পরামর্শদাতাদের একটি দল তার বাড়ি পরিদর্শন করার পর ওই নারী যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে।

ভারতের বিভিন্ন ফৌজদারি আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের আওতায় প্রায় ১৮টি মামলা দায়ের করেছে পুলিশ। এই আইনটি ভারতের নিম্নবর্ণ ও উপজাতি জনগণের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে প্রণয়ন করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গত পাঁচ বছরে ওই নারী তিনবার গণধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তরা তার বাবার মোবাইল নম্বর ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগ করত এবং ওই নারী তাদের নাম্বারগুলো ফোনে সংরক্ষণ করত। বর্তমানে পুলিশ সেই ফোন ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা করছে। ওই নারীর পরিবার তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে অবগত ছিল না বলে জানা গেছে।

গত মাসে একদল পরামর্শক ওই নারীর বাড়িতে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরামর্শকরা বিষয়টি শিশু কল্যাণ কমিটিকে (সিডব্লিউসি) জানালে ওই নারীকে তার মাকে সঙ্গে নিয়ে কমিটির সামনে হাজির হতে বলে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে সিডব্লিউসি প্রধান জানিয়েছে, ‘একজন মনোবিজ্ঞানী তাকে কাউন্সেলিং করান। এরপর সে ১৩ বছর বয়স থেকে কীভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে তা খুলে বলে’।


তথ্যসূত্র:
1.Dalit woman in India alleges rape by 64 men over five years
– https://tinyurl.com/npv79j6h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে নতুন ১০০০ জন সৈন্যের সামরিক প্রশিক্ষণ শুরু
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস