ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করায় কাতার ও মিশরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালিবান প্রশাসন।
১৫ মাসের অধিক সময় ধরে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনবাসী। অবিচল ধৈর্য, বীরত্বপূর্ণ প্রতিরোধ ও আত্মত্যাগের দৃষ্টান্ত দেখিয়েছেন ফিলিস্তিনের জনগণ। অবশেষে চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তি সম্পাদিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই অর্জনের জন্য হামাস নেতৃবর্গ ও বীর ফিলিস্তিনবাসীদের অভিনন্দন জানিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
চুক্তির সকল পর্যায় কার্যকরভাবে বাস্তবায়িত হওয়া অপরিহার্য বলে তালিবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যাতে যুদ্ধবিরতির স্থায়িত্ব ও গাজায় জরুরি মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিত হয়। চুক্তির প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে দখলদার ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় রাখতে সংশ্লিষ্ট পক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এতে আহ্বান জানানো হয়েছে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিশ্বাস করে যে, ফিলিস্তিন ইস্যুর ন্যায়সঙ্গত সমাধান ও ফিলিস্তিনবাসীর মুক্তির মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব। তাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আফগান জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইমারতে ইসলামিয়া।
তথ্যসূত্র:
1. MoFA Welcomes Hamas-Israel Ceasefire Agreement
– https://tinyurl.com/cvuu5ut8