অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে গ্ৰেফতার দুই ভারতীয় নাগরিক

0
1

সুনামগঞ্জ জেলার  দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক মালুছ গারো (৩০) ও করল গারো (৪৫) নামের দুই ভাই কে আটক করেছে বিজিবি।

শুক্রবার(১৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মালুছ গারো ও করল গারো ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি  এলাকার ভূপেন্দ গারোর দুই ছেলে।

বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, মালুছ গারো ও করল গারো সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মৌলারপাড় সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক করে।


তথ্যসূত্র:
১.সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে দুই ভারতীয় আটক
-https://tinyurl.com/34v3jtx5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদার জন্য মৎস্য ব্যবসায়ী সমিতির নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধমুসলিম সমাজের দুর্দশা সমাধানে ওআইসি’র ব্যর্থতা