যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরও গাজায় ১৭ জানুয়ারি, শুক্রবার বিকেল পর্যন্ত বর্বর হামলা চালিয়ে কমপক্ষে ১১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল। যাদের মধ্যে ২৮ জন শিশু এবং ৩১ জন নারী রয়েছেন। এই হামলায় আরও ২৬৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এই তথ্য জানিয়েছে গাজার প্রতিরক্ষা বিভাগ।
মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন যে, হতাহতের মধ্যে ৮২ জন গাজার উত্তরাঞ্চলে এবং ১৬ জন দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে ১৪ জন এবং রাফায় দু’জন নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ৪৫৩ জন। এ ছাড়া হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই বাস্তুচ্যুত হয়েছেন, যা এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।
তথ্যসূত্র:
1. Israel has killed over 110 Palestinians since announcement of cease-fire deal on Wednesday: Gaza Civil Defense
– https://tinyurl.com/bde99z3j
2.More than 100 people killed in Gaza since ceasefire agreed
– https://tinyurl.com/4v6har3a