মার্কিন কারাগার থেকে বন্দী বিনিময় প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন আফগান মুজাহিদ খান মুহাম্মদ হাফিযাহুল্লাহ। বিনিময়ে আফগান কারাগারে বন্দী থাকা ২ জন আমেরিকান নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। ইমারতে ইসলামিয়া ও মার্কিন প্রশাসনের মধ্যে ব্যাপক আলোচনার পর বন্দী বিনিময় প্রক্রিয়াটি কার্যকর করা হয়।
খান মুহাম্মদ হাফিযাহুল্লাহ প্রায় ২০ বছর আগে আফগানিস্তানের নানগারহার প্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। মার্কিন আদালত অন্যায়ভাবে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। মুক্তির পূর্বে তিনি ক্যালিফোর্নিয়ার কারাগারে অবস্থান করছিলেন।
এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য কাতার প্রশাসনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই ধরনের সমস্যা সংলাপের মাধ্যমে সমাধানের ক্ষেত্রে এটিকে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. IEA Exchanges Prisoner with the United States
– https://tinyurl.com/3hf43uvk
2. Afghan released in prisoner exchange deal with US
– https://tinyurl.com/36z4bac6