আমাদের লক্ষ্য হলো শরিয়াহ আইন বাস্তবায়ন করা, বিশ্বকে খুশি করা নয়—এ মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়ার ভারপ্রাপ্ত আইন মন্ত্রী আব্দুল হাকিম শারী হাফিযাহুল্লাহ। তিনি গত ২০ জানুয়ারি, ‘আইনি নথিপত্র প্রণয়ন, বিশ্লেষণ এবং খসড়া কাঠামো তৈরি’ শিরোনামে অনুষ্ঠিত একটি সেমিনারে এ কথা বলেন। সেমিনারটি আফগানিস্তানের আইন সম্পর্কিত ৪১টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এবং কর্মচারীদের জন্য আয়োজিত হয়েছিল।
ইমারতে ইসলামিয়ার আইন মন্ত্রণালয়ের সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে শাইখুল হাদিস মাওলানা আব্দুল হাকিম শারী হাফিযাহুল্লাহ উদ্বোধনী ভাষণ দেন। অনুষ্ঠানে তিনি বলেন, আফগানিস্তানে আইন প্রণয়ন প্রক্রিয়ায় কিছু বাধা ও সমস্যা রয়েছে, যা সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ‘ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে আইন খসড়া প্রণয়ন করতে হবে সর্বোচ্চ নেতা আমিরুল মু’মিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদার ফরমান অনুযায়ী। তারপর তা পরবর্তী পর্যায়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’
আইন মন্ত্রী আরও বলেন, ‘এই প্রক্রিয়ায় যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলোর সুষ্ঠু সমাধান খোঁজা উচিত, কারণ প্রশাসনিক কার্যক্রম ও ব্যবস্থাপনার সঠিক পরিচালনার জন্য আইন ও অন্যান্য আইনগত নথিপত্রের প্রয়োজন।’ তিনি আইন খসড়া প্রণয়নে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য উপস্থিত কর্মকর্তাদের এবং কর্মচারীদের নির্দেশ দেন।
এ সময় তিনি আরও বলেছেন, ‘জনগণের জন্য উন্নত সেবা প্রদান এবং কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার উদ্দেশ্যে আইন প্রণয়ন প্রক্রিয়াটি দ্রুত এবং শক্তিশালী করতে হবে। আমাদের দায়িত্ব পৃথিবীকে সন্তুষ্ট করা নয়, বরং ইসলামি শরিয়াহ আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা।’
এছাড়া, অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও বৈজ্ঞানিক আইনি গবেষণা বিভাগের পরিচালক মুফতি ফজল হাদি সাহেবজাদা হাফিযাহুল্লাহ এবং ঐ বিভাগের আইন অধ্যয়ন, ব্যাখ্যা ও শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মদ আদরিস বারমক হাফিযাহুল্লাহও উপস্থিত ছিলেন। তারা এ সময় উল্লেখ করেন যে, ইমারতে ইসলামিয়ার শাসনকালে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে, এবং বর্তমানে সকল আইন আলেম ও বিশেষজ্ঞদের মাধ্যমে ফিকহী উৎস থেকে বিশ্লেষণ করে প্রণীত হচ্ছে।
তথ্যসূত্র:
1. د افغانستان اسلامي امارت د عدلیې وزارت د ۴۱ امارتي ادارو د تقنیني برخو مسؤولنیو او کارمندانو لپاره «د تقنیني سندونو د تسوید، تخریج او د مسودې جوړښت» تر سرلیک لاندې یو ورځنی سیمینار جوړ کړ.
– https://tinyurl.com/yc23kznk
2. Acting Justice Minister: Our Mission is Islamic Law, Not Global Approval
– https://tinyurl.com/5czwh6ys