পরীক্ষা না দিয়েও পাশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের নেত্রী

0
2

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষা না দিয়েও নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেত্রীকে পাস করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সুরাইয়া ইয়াসমীন ঐশী গণিত বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক প্রফেসর ড. মো. রুহুল আমিন এর বিরুদ্ধে।

জানা যায় যে, গত ১৬ জুলাই এর পর থেকে সুরাইয়া ইয়াসমিন ঐশী ক্যাম্পাসে অনুপস্থিত। তার মাস্টার্স ১ম সেমিস্টারের সকল পরীক্ষা জুলাই বিপ্লবের আগেই হয়েছিল। শুধু প্রফেসর ড. মো. রুহুল আমিন এর একটা কোর্সের মিড পরীক্ষা বাকি ছিল। কোর্সটির নাম কমিউনিটিব আলজেবরা। কোর্স কোড হলো ৫১০২।

কমিউনিটিব আলজেবরা বিষয়টির পরীক্ষা সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার সময় হওয়ার কথা থাকলেও সেইদিন পরীক্ষা ক্যানসেল করে কোর্স শিক্ষক। ১০ ডিসেম্বর দুপুর ১২টার সময় কমিউনিটিব আলজেবরা বিষয়ের মিড পরীক্ষা নেয় কোর্স শিক্ষক প্রফেসর ড. মো. রুহুল আমিন। এ পরীক্ষায় ছাত্রলীগের এই নেত্রী কখনোই ক্যাম্পাসে আসেনি, পরীক্ষাও দেয়নি। কিন্তু পরীক্ষা না দিয়েও তার কন্টিনিউয়াস নাম্বার আসে ২১।

এ বিষয়ে গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কমলেশ চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, “আমি জুলাই অভ্যুত্থান পরে ওই শিক্ষার্থীকে বিভাগে কখনো দেখিনি। বিভাগীয় প্রধান হিসেবে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি বিষয়টি শুনেছি। শোনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানাইছি। কারণ এ দায় বিভাগ নিবে না।”


তথ্যসূত্র:
১.পরীক্ষা না দিয়ে পাস ছাত্রলীগ নেত্রী
-https://tinyurl.com/57xpef66

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ
পরবর্তী নিবন্ধভিডিও || বন্দি ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে বর্বর ইসরায়েল