পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে ৪ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
গত ২৫ জানুয়ারি আয-যাল্লাকা কর্তৃক প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, জেএনআইএম মুজাহিদিনরা গত সপ্তাহে বেনিনিজ সেনাবাহিনীর একটি ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। আক্রমণটি গত ২১ জানুয়ারি মঙ্গলবার, টোগো এবং বুরকিনা ফাসো সীমান্তবর্তী বেনিনের আতাকোরা অঞ্চলের পোরগা এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছিল। অভিযানে মুজাহিদদের হাতে ঘাঁটিতে থাকা বেনিনিজ সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে ১টি মর্টার, ২টি পিকা, ৫টি ক্লাশিনকোভ এবং অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ গনিমত হিসাবে জব্দ করেন।
তথ্যসূত্র:
١| استهداف مقر للجيش البينني
– https://tinyurl.com/sp9j99pd