গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলকে ২০০০ পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই বোমার চালান আটকে দিয়েছিল। ইসরায়েলকে বোমা দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে ট্রাম্প নিজেই। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫ জানুয়ারি, শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিশ্চিত করেছে যে, সে ইসরায়েলকে ২০০০ পাউন্ড (৯০০ কেজি) বোমা দেওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেছে, ‘আমরা এগুলো ছেড়ে দিয়েছি। আজই আমরা এগুলো ছেড়ে দিয়েছি। তারা (ইসরায়েল) সেগুলো পাবে। তারা এগুলোর জন্য অর্থ প্রদান করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এগুলোর জন্য অপেক্ষা করছে। এগুলো মজুদে রাখা হয়েছিল।’
সে কেন এসব বোমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জানতে চাইলে ট্রাম্প বলে, ‘কারণ তারা (ইসরায়েল) এগুলো কিনেছে।’
এর আগে, গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালানোয় ইসরায়েলের জন্য তৈরি করা ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ট্রাম্প ও বাইডেন উভয়ই ইসরায়েলের ঘোর সমর্থক। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তেল আবিবের পক্ষ নেওয়ায় ঘোর সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। তবে এরমধ্যেই জানা গেল, ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছে সে। গাজার খান ইউনিসের আল-মাওয়াসি ক্যাম্পে গত সেপ্টেম্বরে ‘২০০০ পাউন্ডের’ একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে ৩৩/৫০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল।
তথ্যসূত্র:
1. Trump makes 2,000-pound bombs available to Israel, undoing Biden pause
– https://tinyurl.com/yrx288ef
2. Trump suggests Palestinians leave Gaza and ‘we just clean out’ territory
– https://tinyurl.com/2s4fjhp6