যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

0
64

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৩১ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় আবারও একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরেছে। ১ ফেব্রুয়ারি, শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলাডেলফিয়ার মেয়র পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন হতাহত হয়েছে তা এখনো সিটি কর্মকর্তারা জানেন না।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না।

পেনসিলভেনিয়া শহরের একটি জনবহুল এলাকায় তিনতলা শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনাটি ঘটে। যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে টেরাকোটার ঘরবাড়ি ও দোকান রয়েছে।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া দুই আকাশজানের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছেন মার্কিন জরুরি বিভাগের কর্মীরা।

ভয়াবহ এই বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের রেশ না কাটতেই দেশটিতে আবার বিমান দুর্ঘটনা ঘটলো।


তথ্যসূত্র:
1. Small medevac plane crashes in Philadelphia with child, 5 others on board
– https://tinyurl.com/2rn6w6ma
2.Medical jet with six aboard crashes into Philadelphia neighbourhood
– https://tinyurl.com/yc4tpuxc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দুর্দান্ত গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে হিন্দুত্ববাদীরা বৃদ্ধ মুসলিমকে মারধর করেছে