
সম্প্রতি ৯১ জন আফগান শরণার্থী পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে আফগানিস্তানে ফিরেছেন। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উদ্যোগে তারা মুক্তি পান। দেশে ফেরার পর ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয় এবং পরে তাদেরকে নিজ নিজ প্রদেশে পাঠানো হয়।
গত ১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হুররিয়াত রেডিও। প্রতিবেদনে ইমারতে ইসলামিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত ৯১ জন আফগান নাগরিক পাকিস্তান থেকে স্পিন বোল্ডাক ও তুরখাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছে।
জানা যায়, এসব শরণার্থী বৈধ নথিপত্র না থাকার অভিযোগে পাকিস্তানে আটক হন এবং পাকিস্তান হাজি ক্যাম্প কারাগারে ২ থেকে ২৭ দিন পর্যন্ত বন্দী ছিলেন।
প্রসঙ্গত, পাকিস্তান সরকার জোরপূর্বক আফগান শরণার্থীদের বহিষ্কার করছে, ধারণা করা হচ্ছে আফগানিস্তানের পুনর্বাসন ও অবকাঠামোগত ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতেই পাকিস্তান সরকার এ কাজ করছে।
তথ্যসূত্র:
1. Over 90 Afghan Prisoners Freed and Returned from Pakistan
– https://tinyurl.com/ms5un8r9