লিথিয়াম ও ইউরেনিয়াম খনি জরিপের নির্দেশনা দিয়েছেন তালিবান খনিজ সম্পদ মন্ত্রী

0
24

সম্প্রতি নিমরুজ ও হেলমন্দ প্রদেশে খনি সংক্রান্ত বিভিন্ন সাইট পরিদর্শন করেছেন ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী মোল্লা হেদায়াতুল্লাহ বদরি হাফিযাহুল্লাহ। এই সময় তিনি চাহার বারজাক জেলার গড জারা অঞ্চলে লিথিয়াম খনি পরিদর্শন করেছেন। উক্ত খনির বিস্তারিত জরিপ পরিচালনা করতে সংশ্লিষ্ট প্রকৌশল টিমকে তিনি নির্দেশ দেন।

এছাড়া তিনি হেলমন্দ প্রদেশে খানিশান অঞ্চলে ইউরেনিয়াম খনি এবং দিশো জেলায় বেশ কয়েকটি খনি সংশ্লিষ্ট সাইট পরিদর্শন করেছেন। খনিসমূহে জরিপ ও সমীক্ষা পরিচালনা করতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

ফলে আফগানিস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রথম ইউরেনিয়াম ও লিথিয়াম খনি সংশ্লিষ্ট গবেষণা শুরু হল। উল্লেখ্য যে, আফগানিস্তানে প্রচুর পরিমাণ লিথিয়াম ও ইউরেনিয়াম মজুদ রয়েছে। কিন্তু বিগত যুদ্ধাবস্থা সহ নানাবিধ কারণে উক্ত সম্পদ আহরণ প্রক্রিয়া অদ্যাবধি দেশটিতে প্রতিষ্ঠিত হয় নি।


তথ্যসূত্র:
1. Minister of Mines and Petroleum Visits Nimroz
– https://tinyurl.com/2fjrxsj3
2. Lithium and uranium exploration investigated In the country
– https://tinyurl.com/3mp9epca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা; আহত ০৮ পুলিশ
পরবর্তী নিবন্ধবুরকিনান জান্তাকে হটিয়ে ৮টি সামরিক ব্যারাকের নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা