গাজায় চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। ০২ ফেব্রুয়ারি, রবিবার অন্তত দুটি হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ১ শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকলেও তা উপেক্ষা করে গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি হামলায় ১ শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি ড্রোন গাজার কেন্দ্রীয় অংশে নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ রোডে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। সূত্র জানিয়েছে, এই হামলায় ৫ জন আহত হয়েছে। এখানে আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া অপর এক হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে অবস্থিত আল-ফারাহিন এলাকায় একটি বুলডোজারের ওপর ইসরায়েলি ড্রোন হামলা চালালে ওই দুজন আহত হন। এই হামলাগুলোর কয়েক ঘণ্টা আগে, আরেকটি ইসরায়েলি ড্রোন একই সড়কের পাশে চলন্ত একটি গাড়ির কাছে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার ফলে ওই সড়ক ব্যবহার নিজ এলাকায় ফিরতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শুধু তাই নয়, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণ গাজার রাফার পূর্বদিকে ফিলিস্তিনি বাড়িঘর লক্ষ্য করেও গুলিবর্ষণ করেছে।
দখলদার ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের কারণে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় প্রায় ৪৭ হাজার ৪৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।
তথ্যসূত্র:
1. 7 Palestinians injured in Israeli strikes in Gaza despite ceasefire
– https://tinyurl.com/yweczf2j
2. 7 Palestinians injured in Israeli strikes in Gaza despite ceasefire
– https://tinyurl.com/5efju9ca