ফিলিস্তিনের গাজা উপত্যকা যুক্তরাষ্ট্র দখল ও মালিকানা নেবে বলে নিজের পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের অন্যত্র উচ্ছেদ করে এই এলাকা পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানায় সে। তবে ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
স্থানীয় সময় ৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প বলেছে, তার প্রশাসন গাজার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে।
সে বলে, ‘আমরা গাজা দখল করব এবং এর উন্নয়নে কাজ করব। এটি আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’ ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার করা এবং বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র অপসারণের দায়িত্ব তার প্রশাসন নেবে।
তবে গাজা শাসনকারী ফিলিস্তিনি সংগঠন হামাস এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে একে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির রেসিপি বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে হামাস জানায়, গাজার জনগণ এই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দেবে না।
হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য ইজ্জত আল-রিশেক মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, “আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের বিরোধিতা করি, যেখানে সে গাজার ফিলিস্তিনি জনগণকে পুনর্বাসনের অজুহাতে তাদের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
ট্রাম্পের বক্তব্য বর্ণবাদী এবং আমাদের অবিচল জাতীয় অধিকারকে উপেক্ষা করে। গাজায় আমাদের জনগণ ১৫ মাস ধরে আক্রমণের মুখেও অভিবাসন এবং বহিষ্কারের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে প্রোথিত এবং তাদের উৎপাটনের লক্ষ্যে কোনও পরিকল্পনা তারা মেনে নেবে না।”
হামাস বলছে, যা প্রয়োজন তা হলো আমাদের জনগণের বিরুদ্ধে দখল ও আগ্রাসন বন্ধ করা, তাদের ভূমি থেকে উচ্ছেদ নয়।
তথ্যসূত্র:
1. ‘The Palestinian people will not accept any plan to uproot them’ – Senior Hamas officials respond
– https://tinyurl.com/5n8w82ny