আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম (৪৩) কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সায়েম চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরহুম নুরুল আলমের ছেলে।
গ্রেফতারের পরই সায়েমের দেয়া তথ্যে মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খার বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে রাখা একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর আজ দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। গত ৪ আগস্ট পটিয়ায় মাদরাসা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণসহ সব অস্ত্রসস্ত্র সরবরাহ করেছে। এ বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।
তথ্যসূত্র:
১.অস্ত্রসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার
-https://tinyurl.com/4vzt9txu