ক্ষমতা গ্রহণের পর থেকে কাবুল বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৭টি ডক্টরাল ও ১১টি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। ইমারতে ইসলামিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ জিয়াউল্লাহ হাশেমি হাফিযাহুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, ডক্টরাল প্রোগ্রামগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আইনশাস্ত্র, হাদিস স্টাডিজ, কম্পিউটার বিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স, আরবি ভাষা ও সাহিত্য, উদ্যানতত্ত্ব এবং আফগানিস্তান স্টাডিজ।
এছাড়া মাস্টার্স প্রোগ্রামগুলোর মধ্যে ফৌজদারি আইন ও অপরাধ বিজ্ঞান, ইসলামী সংস্কৃতি, দাওয়াহ (ইসলাম প্রচার), ইসলামী আকিদা ও দর্শন, উদ্ভিদ সুরক্ষা, কৃষি, মনোবিজ্ঞান, আফগানিস্তান স্টাডিজ, শিক্ষা পরিকল্পনা-নীতি, শিল্প রসায়ন এবং পানি সম্পদ বিদ্যা অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্যসূত্র:
1. 7 doctoral, 11 master degree programs introduced at Kabul University
– https://tinyurl.com/7xwujtsj