ইজতেমা থেকে ফেরার পথে ভারতে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র

0
17

টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে ফিরে যাওয়ার পথে নিজ দেশ ভারতে হেনস্থার শিকার হয়েছেন এক মুসলিম ছাত্র। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি, বুধবার ওই ছাত্র কলকাতায় পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে।

পশ্চিমবঙ্গের হুগলী জেলার বাসিন্দা ও এম টেক-এর ছাত্র রেজাউল ইসলাম বলেন, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পেরিয়ে তিনি ও তার আরও তিন বন্ধু কলকাতার শিয়ালদহে যাওয়ার ট্রেন ধরেন। যাত্রাপথেই কিছু যাত্রী তার ধর্ম নিয়ে এবং বাংলাদেশি বলে কটূক্তি করে। এছাড়া তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও জানান রেজাউল।

কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র বলেন, ‘ইজতেমায় গিয়েছিলাম আমরা চার বন্ধু। মঙ্গলবার সকালে গেদে স্টেশন থেকে আমরা ট্রেনে উঠি। ফাঁকা ট্রেন ছিল, তবে রাণাঘাট স্টেশনে খুব ভিড় হয়ে যায়।’

রেজাউল বলেন, ‘আমার একটা ট্রলি ব্যাগ সিটের ওপরে বাঙ্কে রেখেছিলাম। সেটা নামিয়ে সিটের নিচে রাখতে বলেন এক যাত্রী। ব্যাগটা নামানোর সময় অন্য এক যাত্রী আমাকে ধাক্কা দেন। তারপরেই কটূক্তি করতে থাকেন তিনি।’

তিনি বলেন, ‘এরপর ওই ব্যক্তির সঙ্গে আরও কয়েকজন মিলে আমার ধর্ম নিয়ে কটূক্তি করতে থাকে। তারা বলেন আমি নাকি বাংলাদেশি, আমাদের মতো মানুষই নাকি কলকাতা দখল করে ফেলছে। আমাদের তাড়িয়ে দেয়া উচিত ইত্যাদি। আমি তাদের স্পষ্টভাবে বলি যে আমিও ভারতীয়, আপনিও ভারতীয়। দুজনের একই অধিকার রয়েছে এদেশে থাকার। এভাবে কথা বলতে পারেন না আমার সঙ্গে। এরপরই শুরু হয় শারীরিক নিগ্রহ।’

ওই শিক্ষার্থী বলেন, ‘একজন আমার টুপি মাটিতে ফেলে দেয়, আমার চুল, দাড়ি ছিঁড়ে দিয়েছে। কয়েকজন আমাকে তো চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়।’


তথ্যসূত্র:
1. বাংলাদেশের ইজতেমা থেকে ফেরার পথে নিজ দেশে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র
– https://tinyurl.com/4wwwvpfh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘ট্রাম্প ও পুরো বিশ্বকে বলছি, আমরা ফিলিস্তিন ছাড়ব না’- গাজাবাসী
পরবর্তী নিবন্ধভিডিও || উদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে