গুঁড়িয়ে দেয়া হল দেশের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু স্মৃতি’ ম্যুরাল

0
14

যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু স্মৃতি’ ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি, শাবল ও একটি এস্কেভেটর দিয়ে শহরের বকুলতলা মোড়ে শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করা হয়।

ইসলামী ছাত্র মজলিসের যশোর শহরের সেক্রেটারি আবু দারদা নাঈম বলেন, ‘আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি। এই জাতির সামনে আওয়ামী লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই বিষয়টি লক্ষ্য করে আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি যশোরে এই ম্যুরালটি গুঁড়িয়ে দিতে। আজ পৌরসভায় গিয়ে একটি এস্কেভেটরের আবেদন করেছিলাম। তারা এস্কেভেটর দিয়েছেন।’


তথ্যসূত্র:
১.ভেঙে ফেলা হলো দেশের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’
-https://tinyurl.com/2twaczcz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘আওয়ামী লীগের জন্মস্থান’ খ্যাত শামীম ওসমানের ‘বায়তুল আমান’ ভবন গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
পরবর্তী নিবন্ধউগান্ডান সরবরাহ কনভয়ে শাবাবের অতর্কিত আক্রমণ: হতাহত অন্তত ৬ দখলদার সেনা