পাকিস্তানে সামরিক পোস্টে টিটিপির পৃথক অপারেশন: হতাহত ২৪ শত্রু সেনা

0
7

পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। দলটির মুজাহিদিনরা গত ৬ ফেব্রুয়ারি উত্তর ওয়াজিরিস্তানে ২টি অতর্কিত আক্রমণ চালিয়েছেন বলে জানা গেছে।

সূত্রমতে, গত বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে, টিটিপির মুজাহিদিনরা দক্ষিণ ওয়াজিরিস্তানের পিস্তাহ বারা এলাকায় একটি সামরিক অপারেশন পরিচালনা করছেন। মুজাহিদিনরা উক্ত এলাকায় অবস্থিত পাকিস্তান সামরিক বাহিনীর একটি পোস্ট লক্ষ্য করে হালকা ও ভারী অস্ত্র দ্বারা অভিযানটি পরিচালনা করেন। এতে পাকিস্তান সামরিক বাহিনীর ১৫ সদস্য হতাহত হয়েছে।

এদিন রাজ্যটির কারাক জেলার বান্দ-দাউদ-শাহ এলাকায় আরও একটি সামরিক চেকপোস্টে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। ফলশ্রুতিতে পাকিস্তান সামরিক বাহিনীর আরও ৩ সদস্য নিহত এবং ৬ সদস্য আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. پاکستاني طالبانو جنوبي وزیرستان کې پاکستاني پوځیانو ته درنه مرګ‌ژوبله اړولې
– https://tinyurl.com/bdz82pwy
2. پاکستاني طالبانو په یوه تعارضي برید کې اته پاکستاني پولیسو ته مرګ ژوبله اړولې
– https://tinyurl.com/4uc2hvvj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউগান্ডান সরবরাহ কনভয়ে শাবাবের অতর্কিত আক্রমণ: হতাহত অন্তত ৬ দখলদার সেনা