শের মুহাম্মদ আব্বাস স্টানিকজাইকে আফগানিস্তান ত্যাগে বাধ্য করার খবর অপপ্রচার: জাবিহুল্লাহ মুজাহিদ

1
257

সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়ায় যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্টানিকজাইকে প্রশাসন জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করেছে। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

গত ৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম টোলো নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, ‘স্টানিকজাই সাহেব নিয়মিত দুবাই যান, কারণ তার পরিবারের কিছু সদস্য সেখানে থাকেন। তিনি আগেও সেখানে থেকেছেন এবং বর্তমানে পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন। তিনি দ্রুতই দেশে ফিরে এসে তার দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাদের মধ্যে বিরোধ চলছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা একটি অপপ্রচার। গণমাধ্যমগুলোকে তিনি এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানান।

উল্লেখ্য যে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম যেমন রয়টার্স, গার্ডিয়ান এই বিষয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। শুধু আন্তর্জাতিক গণমাধ্যম নয়, বাংলাদেশের কিছু গণমাধ্যমও এই ভুল তথ্য প্রচারে যুক্ত হয়েছে। এসব সংবাদমাধ্যম যাচাই-বাছাই না করেই ভিত্তিহীন খবর প্রচার করে ইমারতে ইসলামিয়ার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।


তথ্যসূত্র:
1. Islamic Emirate Denies Issuance of Arrest Warrant for Abbas Stanikzai
– https://tinyurl.com/y84hdtew

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক পোস্টে টিটিপির পৃথক অপারেশন: হতাহত ২৪ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ